ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বিদেশে ট্রেনিং শেষে ডাক্তারদের ফিরে আসতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, নভেম্বর ৩০, ২০২৪
বিদেশে ট্রেনিং শেষে ডাক্তারদের ফিরে আসতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ডাক্তারদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে তবে ট্রেনিং শেষে তাদের ফিরে আসা নিশ্চিত করতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস ২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, আমাদের ডাক্তাররা যত ভাবে, যত বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন, শিক্ষিত হবেন ততই দেশের মানুষের উপকার হবে। সেই ক্ষেত্রে ট্রেনিং করতে কোনো বাধা নেই।  

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দুই তিন দিনের ট্রেনিং হয় না, এটা ঠিক। দুই তিন দিনে কি ট্রেনিং নেবে? দুই তিন দিনের সেমিনার সিম্পোজিয়াম হতে পারে কিন্তু ট্রেনিংয়ের সময় আরেকটু বেশি হওয়া প্রয়োজন। ট্রেনিংয়ে গেলাম আর চলে এলাম তাতো না, হাতে কলমে শিখতে বুঝতে পারি, সেটা নিশ্চিত করতে হবে।  

নূরজাহান বেগম আরও বলেন, আমার কাছে তালিকা আছে, ৪০ জনের বেশি ডাক্তার বিদেশে ট্রেনিং করতে গিয়ে আর দেশে ফিরে আসেননি। একাধিকবার তাদের চিঠি দেওয়া হয়েছে, তাও কাজ হয় নাই, তারা ফিরে আসেন নাই। তাহলে আমরা এই অপচয়টাকে কীভাবে মেনে নেব? আপনারা যখন কাউকে বিদেশে ট্রেনিং বা পড়াশোনার জন্য পাঠাবেন, তখন কথাগুলো যেন পরিষ্কার থাকে, তারা ট্রেনিং শেষে দেশে ফিরে আসবেন।  

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দিন মোহাম্মদ ও সহকারী পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরকেআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।