ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বছরের প্রথম দিনে স্বাস্থ্য কার্ড পাচ্ছেন অভ্যুত্থানে আহতরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, ডিসেম্বর ৩১, ২০২৪
বছরের প্রথম দিনে স্বাস্থ্য কার্ড পাচ্ছেন অভ্যুত্থানে আহতরা

ঢাকা: গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড দেওয়া মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে এক নতুন ইতিহাস রচিত হয়, যার সাক্ষী গোটা বিশ্ববাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার থেকে যে আন্দোলনের শুরু, তা এক পর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে গিয়ে পৌঁছায়।

‘লং মার্চ টু ঢাকা’ নামে লাখো মানুষের সমাবেশে যে সফল অভ্যুত্থান রচিত হয়, সে অভ্যুথানের পেছনে রয়েছে সহস্রাধিক ছাত্র-জনতার আত্মাহুতি। শরীরে বুলেট, স্প্লিন্টার, গুলি নিয়ে এখনো কাতরাচ্ছেন অগণিত আহত যোদ্ধা। আবার কেউ হাত, পা কিংবা চোখ হারিয়েছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন উৎখাতের লড়াইয়ে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।