ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

লিভার সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডস গেলেন ইজাজুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ৭, ২০২৫
লিভার সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডস গেলেন ইজাজুল হক লিভার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইজাজুল হক

ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসে গেলেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইজাজুল হক।

বুধবার (৭ মে) নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।

বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্সের উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৯ মে)।

ডা. ইজাজুল হক কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০১৭ সাল থেকে তিনি কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিনামূল্যে লিভার রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার এই ব্যতিক্রমী জনস্বাস্থ্য উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্সের সদস্যপদ লাভ করেন।

বিশ্ব থেকে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের জন্যও একটি গৌরবজনক অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ