ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩

ময়মনসিংহ: জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ময়মনসিংহ পৌরসভা শহরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি নিয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির এমপি এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী নিজ হাতে বেশ কয়েকজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির বলেন, ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের ফলে দেশে ২৪ ভাগ শিশু মৃত্যু রোধ করা সম্ভব। বছরে দু’বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের রাতকানা, অপুষ্টিসহ বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা সম্ভব। ’

এ সময় ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ.কদ্দুস, পৌর মেডিকেল অফিসার ডা: মো: সাহিদুল ইসলাম,  সেনেটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ সংশি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৩
এএএম/এনএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।