ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

অপারেশন ছাড়াই মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা

সিনিয়র কসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
অপারেশন ছাড়াই মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে অপারেশন ছাড়াই মস্তিষ্কের রক্তক্ষরণের (সাব-এরাকনয়েড হেমোরেজ) চিকিৎসা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা ৬০ বছর বয়স্ক এক নারী রোগীকে এ চিকিৎসা দিয়েছেন।



বুধবার সকালে বাংলানিউজকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার।

তিনি বলেন, সাব এরাকনয়েড হেমোরেজ হলে রোগীর মস্তিষ্কের ব্রেনের রক্তনালী ফেটে যায় এবং রোগীকে দ্রুত যথাযথ চিকিৎসা না দেওয়া হলে বেশিরভাগ রোগীই মারা যান।   এ ধরনের রোগে আক্রান্ত যেসব রোগী অপারেশন করতে আগ্রহী নন বা ভয় পান তাদের জন্য কয়েলিং চিকিৎসা পদ্ধতি নিউরোলজিক্যাল চিকিৎসা বিজ্ঞানের জগতে আশার সঞ্চার করেছে।

গত মঙ্গলবার দেশে প্রথমবারের মতো কোনো বিদেশি চিকিৎসকের সহযোগিতা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিনজন স্ট্রোক নিউরোলজিস্ট ডা. মো. শহীদুল্লাহ সবুজ, ডা. আনিস আহমেদ ও ডা. সুভাষ কান্তি দে এ চিকিৎসা সম্পন্ন করেন।  

মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত ওই নারী রোগীর কয়েলিং করার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।