ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পরিচ্ছন্নতায় সম্মাননা পেল আল কাদেরিয়া রেস্টুরেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
পরিচ্ছন্নতায় সম্মাননা পেল আল কাদেরিয়া রেস্টুরেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিষ্কার-পরিছন্ন ও বিশুদ্ধ খাবার পরিবেশন করায় রাজধানীর রামপুরার আল কাদেরিয়া রেস্টুরেন্টকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারে আয়োজিত ‘বিশ্ব ভোক্তা অধিকার, চলমান রাজনীতি, বিষমুক্ত খাবার-জনগণের ঈদ’ শীর্ষক এক অনুষ্ঠানে রেস্টুরেন্টটির মালিক ফিরোজ আলম সুমনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।



অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নাগরিক সেবা ও কনজ্যুমার রাইটস সোসাইটি।

শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হক সবুজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান খান, বঙ্গবন্ধু মঞ্চের সভাপতি নিয়াজ আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আন্তর্জাতিক মানবধিকার সংঠনের পরিচালক এম এ আব্দুল হক।

সম্মাননা গ্রহণের পর কৃতজ্ঞতা প্রকাশ করে সুমন বলেন, বাংলাদেশের প্রতিটি রেস্টুরেন্টের উচিত ক্রেতাদের নিকট বিশুদ্ধ ও স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা।

তিনি বলেন, বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি হোটেলগুলোতে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে কাজ করে চলেছে।

ফিরোজ আলম সুমন বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।