ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শুক্রবার স্তন ক্যান্সার সচেতনতা দিবস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
শুক্রবার স্তন ক্যান্সার সচেতনতা দিবস

ঢাকা: অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে গত বছর থেকে ১০ অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

এবারও সরকারি-বেসরকারি ২১টি সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে এই মাস ও দিবস।

ইতোমধ্যে গত ১ অক্টোবর থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মাসব্যাপী স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিতকতায় আগামী শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মো. শামিউল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: দীন মোহাম্মদ নূরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।