ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নার্সদের নার্স এর পোশাকই পরতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
নার্সদের নার্স এর পোশাকই পরতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, রুগিদের সেবা করতে হলে অন্য কোন লেবাস নয়, নার্স এর পোশাকই পরতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে দুদিনব্যাপী স্বাস্থ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, মৌলভীবাজার নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে রুপান্তরিত করা হবে। নার্সরা ইংরেজী ও আরবী ভালভাবে না জানার কারণে বিদেশে চাকরি করতে পারছে না। তাই তাদের বিদেশি ভাষা শিখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা হাসপাতালের উপপরিচালক ডা. হরিপদ রায়।

আরো ছিলেন- জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন হেমন্ত কুমার দাস, জেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সভাপতি রাশিদা খান, সাধারণ সম্পাদক শেখ রুমেল আহমদ প্রমুখ।

মেলায় ১৫টি স্টল বসেছে।

পরে মন্ত্রী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কিডনি ডায়ালাইসিস মেশিন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।