ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

লাফার্জের তিন দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প সমাপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
লাফার্জের তিন দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের উদ্যোগে সুনামগঞ্জের বাংলাবাজার ইউনিয়নে তিনদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সোমবার শেষ হয়েছে।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায়  এ ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়।



নরসিংহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং বাংলাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক নিজ নিজ এলাকায় শনিবার এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এর আগে ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এবং নরসিংহপুর ইউনিয়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।