নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর দুটি ব্লাডব্যাংকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্লাডব্যাংক দুটি হলো নগরীর খানপুরের সিটি ব্লাড ব্যাংক এবং বাংলাদেশ ব্লাড ব্যাংক।
এ সময় সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণের অভিযোগে এক ব্লাডব্যাংক কর্মচারীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগম বাংলানিউজকে জানান, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার অভিযোগে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন ২০০২ এর ২৪ ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসইউ