ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

তদবিরের কারণে ভেজাল ওষুধ বন্ধ করা যাচ্ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
তদবিরের কারণে ভেজাল ওষুধ বন্ধ করা যাচ্ছে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তদবির ও বিভিন্ন ধরেনর চাপের কারণে ভেজাল ওষুধ বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

 

নাসিম বলেন, ‘আমরা ভেজাল ওষুধের কোম্পানি বন্ধ করে দিলেও অনেক সময় উচ্চতর আদালত থেকে ওষুধের কোম্পানি খুলে দিতে বলা হয়। এছাড়া বিভিন্নভাবে তদবির ও নানান চাপের কারণে দেশে ভেজাল ওষুধ বন্ধ করা যাচ্ছে না’।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।