ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব থাইরয়েড দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৫
বিশ্ব থাইরয়েড দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘হাইপো থাইরয়েডিজমের লক্ষণ ও কারণ উন্মোচন করুন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যান্ডোক্রোনোলজি বিভাগ।

সোমবার (২৫ মে) সকালে শোভাযাত্রাটি বিএসএমএমইউ’র বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রদক্ষিণ করে।



থাইরয়েড রোগ বিষয়ে জনসচেতনা বাড়াতে দিবসটি উপলক্ষে শোভাযাত্রাসহ ‘থাইরয়েড সমস্যায় করণীয়’ শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করা হয়।

বেলা ১২টায় সেমিনারটি শুরু হয় বিএসএমএমইউ’র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের মিলনায়তনে।

শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ ডা. মো. জুলফিকার আলী খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।