পাথরঘাটা (বরগুনা): তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ কর, অবিলম্বে হেলথ্ প্রোমশন ফাউন্ডেশন চালু কর- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
স্থানীয় বেসরকারি সংস্থা মালটিটাস্কের উদ্যোগে এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ও তামাক বিরোধী জোট ঢাকার সহযোগিতায় রোববার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ার থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি ও মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে পাথরঘাটা প্রেসক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- মালটিটাস্কের নির্বাহী পরিচালক এ কে আজাদ মল্লিক, আলতাফ হায়দার ফাউন্ডেশনের সভানেত্রী মুনিরা ইয়াসমিন খুশি, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন সোহেল প্রমুখ।
বক্তারা অবিলম্বে তামাকজাত পণ্যের ব্যবসা বন্ধ করার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসআই