ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

থাইরয়েডগ্রন্থির রোগ

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৭, ২০১৫
থাইরয়েডগ্রন্থির রোগ

থাইরয়েড গ্রন্থি আমাদের গলার নীচের সামনের দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থি শরীরের স্বাভাবিকতা বজায় রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



থাইরয়েডগ্রন্থির কাজ
এই গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যার নাম থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন শরীরের সব অঙ্গ যেমন— হৃদযন্ত্র, মস্তিস্ক, মাংসপেশী, চামড়া সব জায়গায় রক্তের মধ্যে মিশে পৌঁছে যায়। যার ফলে আমাদের শরীর খাবারের মাধ্যমে যে শক্তি পায়, তার একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবহার করতে পারে; যাকে আমরা বলি মেটাবলিসম। কাজেই শরীরের মেটাবলিক প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে স্বাভাবাকি মাত্রায় থাইরয়েড হরমোনের উপস্থিতি। মেটাবলিসম যদি স্বাভাবিক না থাকে, তাহলে শরীরে নানা ধরনের ক্রিয়া-প্রতিক্রয়া দেখা দেয়।

থাইরয়েডগ্রন্থির রোগ
থাইরয়েড হরমোন কম বা বেশি এর উপর ভিত্তি করে আমরা এই গ্রন্থির রোগকে দুই ভাগে ভাগ করতে পারি।
হাইপোথাইরয়েড— হরমোন কম নিঃসৃত হওয়া
হাইপারথাইরয়েড— হরমোন বেশি নিঃসৃত হওয়া
 
হরমোন স্বাভাবিক থেকেও থাইরয়েড গ্রন্থির রোগ হতে পারে
সাধারণ গয়েটার— এতে শুধু থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়
থাইরয়েড টিউমার— এতেও কখনো কখনো হরমোন স্বাভাবিক থাকতে পারে।

কখন বুঝবেন থাইরয়েড সংক্রান্ত কোন রোগ থাকতে পারে
গলার নীচের অংশ হঠাৎ বা ধীরে ধীরে বড় হয়ে ফুলে গেলে
অল্পতেই অবসাদগ্রস্থ হয়ে পড়া
হঠাৎ ক্ষুধা কমে বা বেড়ে যাওয়া
শরীরের ওজন বাড়া বা কমে যাওয়া
শরীরে মাত্রারিক্ত ঠাণ্ডা বা গরম অনুভুত হওয়া
শরীরে বেশি বেশি ঘাম
বুক ধরফড় করা
গলার স্বর হঠাৎ পরির্বতন হয়ে যাওয়া
শরীরের লোম বা চুল হঠাৎ বাড়তে থাকা

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।