বেনাপোল (যশোর): বেনাপোল পৌরসভা এলাকার ষাটোর্ধ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলথ কার্ড বিতরণ ও পৌর আইটি কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও পরিচালক এটুআই প্রোগ্রামের কবির বিন আনোয়ার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সেবার ফলে প্রাথমিকভাবে এক হাজার ষাটোর্ধ নারী-পুরুষ এখানে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।
এছাড়া পৌর আইটি কর্নারের মাধ্যমে পৌর এলাকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-খুলনা বিভাগের অতিরিক্ত যুগ্ম কমিশনার ও যুগ্ম সচিব ফারুক হোসেন, ক্যাপাসিটি ডেভলপমেন্ট সোসাইটির পরিচালক মানিক মাহামুদ, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম শরিফুল আলম, ভূমি কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এএটি/আরএ