ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসকদের পদোন্নতিতে প্রধানমন্ত্রীকে বিএমএ’র অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
চিকিৎসকদের পদোন্নতিতে প্রধানমন্ত্রীকে বিএমএ’র অভিনন্দন

ঢাকা: ৩৪৬ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. এম. ইকবাল আর্সলান বুধবার (০৫ আগস্ট) এক বিবৃতিতে বলেন, আশা করি পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতভাবে চলমান থাকবে।

এছাড়া অন্যান্য পদের পদোন্নতি ও এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিবৃতিতে তারা বলেন, বিএমএ মনে করে যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের উচ্চতর পদে পদোন্নতির মাধ্যমে চিকিৎসকদের কর্মইচ্ছা ও সেবার মান বৃদ্ধি পাবে। ফলে স্বাস্থ্যখাতে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে। সেই সঙ্গে দেশের সাধারণ নাগরিকরা দেশে থেকেই স্বল্পব্যয়ে উন্নত ও মানসম্মত সেবা পাবেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।