ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বতন্ত্র মেডিকেল কলেজের দাবি

ফরিদপুরে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
ফরিদপুরে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখা।

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে ম্যাটস শিক্ষার্থীদের এ দুই সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।


  
সংগঠন দু’টির ৫ দফা দাবির মধ্যে রয়েছে উচ্চ শিক্ষার্থে স্বতন্ত্র মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইন্টার্ন ভাতা প্রদান, শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন, আবাসিক সমস্যার সমাধান, নতুন পদ সৃষ্টি ও বাস্তবায়ন, আগের পরীক্ষা পদ্ধতি বহাল এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এএসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।