ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাভারে বিশ্ব এইডস দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’, এ স্লোগানকে ধারণ করে সাভারে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (০১ ডিসেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।



ৠালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, সূর্যের হাসিসহ বেশ কয়েকটি এনজিও’র কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। লাল ব্যাজ ও মাথায় ক্যাপসজ্জিত ৠালিটি সাভার প্রেসক্লাব পর্যন্ত গিয়ে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অনেকের মধ্যে বক্তব্য রাখেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা, আবাসিক ডাক্তার আমজাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।