ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার সরাসরি সম্প্রচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার সরাসরি সম্প্রচার ছবি:সংগৃহীত

ঢাকা: ১৮ সদস্যের মেডিকেল টিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজ শিশুর অস্ত্রোপচার শুরু করেছে।

সোমবার (২০ জুন) সকাল সোয়া ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হয়।

সেই অস্ত্রোপচার হাসপাতালের মনিটরে সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। যা দেখতে সংবাদকর্মী এবং রোগী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়।

যমজ শিশু মোহাম্মদ আলীর মা-বাবা অস্ত্রোপচার রুমের বাইরে বসে অপেক্ষায় থাকতে দেখা যায়।

অস্ত্রোপচার টিমে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন।

তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ’ বলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি জোড়া লাগানো যমজ সন্তান জন্ম দেন। দুই শিশুর মধ্যে একটি পূর্ণাঙ্গ অপরটি অপূর্ণাঙ্গ শিশু। অপূর্ণাঙ্গ শিশুটির মাথা, বুক ও দুই হাত নেই। অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
টিআই

বিএসএমএমইউতে জোড়া শিশুর অস্ত্রোপচারে টিম গঠন

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।