ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

বরিশাল: বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে।

শনিবার (১৬ জুলাই) সকাল সোয়া ৯টায় শহরের দক্ষিণ আলেকান্দার জুমির খান সড়কের বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আখতার আমজাদ নগর স্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

বিসিসির প্রধান নির্বাহী রনজিত কুমার দত্ত এই ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমানসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন উজিরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
 
শনিবার সকাল থেকে বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকার তিন লাখ ৩৫ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে দুই হাজার ১৫৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন মোট ছয় হাজার ৪৬৫ জন কর্মী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা রয়েছে।
 
অপরদিকে, বরিশাল সিটি করপোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৪৭ হাজার ১৭৫ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
 
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ২২টি প্রতিষ্ঠানের ৬৯০ জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছেন।
 
ভ্রাম্যমাণ জনগোষ্ঠির জন্য বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফেরিঘাটে কেন্দ্র থাকলেও বাড়ি বাড়ি গিয়ে এই ক্যাপসুল খাওয়ানো হবে না বলে জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান।

কোনো শিশু চার মাসের মধ্যে এ ক্যাপসুল খেয়ে থাকলে অথবা অসুস্থ থাকলে তাকে এ ক্যাপসুল খাওয়ানো হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।