ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

অটিজম দূর করতে সায়মা ওয়াজেদের ৪৫ লক্ষ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
অটিজম দূর করতে সায়মা ওয়াজেদের ৪৫ লক্ষ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অটিজম দূর করতে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনায় ৪৫টি লক্ষ্য নির্ধারণ করেছেন অটিজম-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।  

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ২০১৬-২০২১’ উপস্থাপনকালে তিনি এ লক্ষ্য তুলে ধরেন।

 

তার ৪৫ লক্ষ্যের মধ্যে রয়েছে অটিজম বিষয়ে সচেতনতা, পরামর্শ, পরিবারে অটিস্টিক শিশুর স্বাস্থ্য, প্রশিক্ষণ, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, কমিউনিটি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়।

সায়মা ওয়াজেদ বলেন, অটিজমের জন্যে পৃথিবীতে একমাত্র বাংলাদেশই এ ধরনের পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা দেখতে চাই এ পরিকল্পনার মাধ্যমে অবস্থার কী পরিবর্তন হয়। এটা বাস্তবায়ন হলে পৃথিবীকে দেখানো যাবে আমরা কী করতে পারি।  

মূল প্রবন্ধ উপস্থাপণকালে তিনি বলেন, পরিবারে কোনো শিশু অটিস্টিক হলে তার জীবন ও পুরো পরিবারের বাকি জীবনের জন্যে একটি পরিকল্পনা থাকতে হবে। এক্ষেত্রে কমিউনিটিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, মায়েরাই বুঝতে পারে সন্তানের প্রয়োজনীয়তা। এ কারণে শিশুদের বিষয়ে মা’কেও সচেতন করে তুলতে হবে, পরিবারকেও প্রশিক্ষণের অর্ন্তভুক্ত করতে হবে। একটি অটিস্টিক শিশুর জন্মের পর থেকে তা বেড়ে ওঠা, প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে যোগদানের মতো বিষয়গুলো এ পরিকল্পনায় অর্ন্তভুক্ত করা হয়েছে

সায়মা ওয়াজেদ আরও বলেন, অটিজমের জরিপ কাজটি কঠিন তবে, সেটি করা হবে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আন্তর্জাতিকভাবেও সহযোগিতা নিয়ে এগোতে হবে।

উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্য পাঠ করে শোনানো হয়। নাসিম বলেন, দেশে ২৮ লাখ মানুষ অটিজম সমস্যায় ভুগছে। সরকারি বা বেসরকারি কারো একার পক্ষে এ সেবা দেওয়া সম্ভব নয়। তাই সবাইকে সেবা দেওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট এবং সাজানো কর্মপরিকল্পনা পথ দেখাবে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও স্বাস্থ্য সচিব সৈয়দ মনজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দ্বীন মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ইকবাল আর্সনাল।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমএন/এইচএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।