ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে চালু হচ্ছে ৫ নতুন বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বিএসএমএমইউ’তে চালু হচ্ছে ৫ নতুন বিভাগ

ঢাকা: রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও পাঁচটি নতুন পূর্ণাঙ্গ বিভাগ চালু হচ্ছে।

বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডোডনটিকস।

এছাড়া হ্যান্ড অ্যান্ড রিকন্সট্রাকটিভ সার্জারি উইংও চালু হচ্ছে।

সোমবার (২২ আগস্ট) সকালে ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ ৫টি বিভাগ এবং একটি নতুন উইং চালু করার প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে সিন্ডিকেট সভায় এ সুপারিশ বা প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৬টি বিভাগ চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

একাডেমিক কাউন্সিলের সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী আসগর, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন সাত্তার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. শামসুল আলম, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুর রহিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নকুল কুমার দত্ত, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভীন ফাতেমা, কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাজিদ হাসান, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।