ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধান কমিটি

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধান কমিটি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি (সম্প্রতি/চলমান) ও সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিষয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে জরুরি সিন্ডিকেট সভায় এসব বিষয়ে কোনো ধরনের নিয়মের ব্যত্যয় হয়েছে কি-না- জানতে এ কমিটি গঠিত হয়।

সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজীকে এমপিকে সভাপতি করে সাত সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য মো. মাহবুব আলী, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ কলেজ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের সভাপতি অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম।

অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ কলেজ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের সভাপতি অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।