ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ছাত্র সংঘর্ষের পর হল ত্যাগের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ঢামেকে ছাত্র সংঘর্ষের পর হল ত্যাগের নির্দেশ ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) দুই গ্রুপের সংঘর্ষের পর শিক্ষার্থীদের ফজলে রাব্বী হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ঢামেক অধ্যক্ষ ড. ইসমাইল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে কলেজে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই শিক্ষার্থী আহত হন।

এর জেরে দুপুরে ফজলে রাব্বী হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ফলে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয় হল ত্যাগের।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, সকালের ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এজেডএস/এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।