শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে আঞ্জুমান এর কর্মীরা ২টি পিকঅাপ ভ্যানে করে মরদেহগুলো দাফনের জন্য জুরাইন কবরস্থানে নিয়ে যান।
এদিনই দুপুর নাগাদ বাংলানিউজে ‘ফ্রিজ নষ্ট, মর্গে পচছে মরদেহ’ শীর্ষক খবর প্রকাশ হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে।
অাঞ্জুমান মফিদুল ইসলামের ক্যারিয়ার শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের কাছে নির্দেশ আশে দ্রুত ঢামেক মর্গে যান এবং সেখানকার সব অজ্ঞাতনামা লাশ নিয়ে জুরাইনে দাফন করেন। জুরাইন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে।
ঢামেক মর্গ সূত্র জানায়, পচনশীল ৭টি লাশ ও ফ্রিজে থাকা আরো ৪টি লাশসহ মোট ১১টি লাশ আঞ্জুমান মফিদুলকে বুঝিয়ে দেয়া হয়েছে। তারা দাফন করার উদ্দেশ্যে লাশগুলো নিয়ে গেছে।
** ফ্রিজ নষ্ট, মর্গে পচছে মরদেহ
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এজেডএস/জেডএম