শাহবাগের সিগন্যালটি ছাড়তেই গাড়িগুলো চলা শুরু করলো। সঙ্গে শুরু হলো এলেমেলো হর্ন বাজানোর বিকট উৎসব।
বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর শেরাটন মোড়ে সরেজমিনে এ চিত্র দেখা গেলো।
পুরো সিগন্যাল পয়েন্টটি যেনো বিভিন্ন ধরনের যানবাহনের হর্ন উৎসবে পরিণত হয়েছে। গাড়ি সামলাতে সামলাতেই ট্রাফিক সার্জেন্ট মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, হর্ন বাজানো এখন চালকদের অভ্যাস ও মুদ্রাদোষে পরিণত হয়েছে। অহেতুক হাইড্রলিক হর্ন বাজানোর কারণে জরিমানা করেও কাজ হচ্ছে না।
অনেকটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, আমরা সারাদিন ডিউটি করি। যানবাহনের হর্নের কারণে কান ঝালা-পালা। এভাবে কাজ করতে করতে শারীরিক সমস্যা কিছুটা হবে জানি। কিন্তু, দায়িত্ব তো পালন করতেই হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসজেএ/জেডএম