ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যোগব্যায়াম ধৈর্য ও মনোযোগ বাড়ায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
যোগব্যায়াম ধৈর্য ও মনোযোগ বাড়ায় প্রথম দিনে যোগব্যায়ামে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক মানুষ। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টর পার্কে যোগব্যায়াম পরিচিতি সভার উদ্বোধন করা হয়েছে।

ওই পার্কে প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম সভা শুরু হবে সকাল ৬টা ৪০মিনিট থেকে সকাল ৭টা ২০মিনিট পর্যন্ত। এটি সম্পূর্ণ ফ্রি ও সবার জন্য উন্মুক্ত।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ বন্ধন সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৩ মার্চ) সকাল ৯টায় ওই পার্কে এ সভার উদ্বোধন করেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।

প্রথম দিনে যোগব্যায়াম সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চিফ ইয়োগা ইন্সট্রাক্টর আহমেদ শরীফ। বক্তব্য রাখছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।  ছবি: বাংলানিউজসভায় মো. আতিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করুন আর রোগ থেকে নিজেকে দূরে রাখুন। নিয়মিত যোগব্যায়ামে আপনার মন ও দেহ সুস্থ রাখবে, ধৈর্য ও মনোযোগ বাড়াবে। ’

এটি পরিচালনায় ছিলেন কোয়ান্টাম ইন্সট্রাক্টর মোহাম্মদ জাহিদ, মাসুম ও নাসির উদ্দির তন্ময়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।