ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘উইল্ড সিন্ড্রম’ রোগে আক্রান্ত আব্বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
‘উইল্ড সিন্ড্রম’ রোগে আক্রান্ত আব্বাস ‘উইল্ড সিন্ড্রম’ রোগে আক্রান্ত আব্বাস

মাদারীপুর: মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন মাদারীপুরের কিশোর আব্বাস শেখ (১৩) ‘উইল্ড সিন্ড্রম’ রোগে আক্রান্ত।

রোববার (১ এপ্রিল) বেলা ১১টায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যবস্থপনা পরিচালকের সম্মেলন কক্ষে আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এ রোগের নাম জানানো হয়। পরে সভা শেষে ওই হাসাপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল বিষয়টি জানান।

মেডিকেল বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকীর সভাপতিত্বে বোর্ড সভায় আব্বাসের রোগের বিভিন্ন সময়ের চিকিৎসা ও দেড় মাস তাকে পর্যাবেক্ষণ করে কী কী রোগ পেয়েছেন তা সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীনের তত্বাবধানে বিস্তারিত উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. তৌহিদা নুর ও ডা. বেহনাজ মোবশ্বীরা।

সভার শুরুতে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও স্বাচিপ মহাসচিব প্রিন্সিপাল অধ্যাপক ডা. এমএ আজিজ আগত চিকিৎসকদের আব্বাস শেখের বিষয়ে বিস্তারিত বলেন।  

সভা শেষে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার বলেন, আব্বাস বিরল রোগে আক্রান্ত। আব্বাসকে দীর্ঘ দেড় মাস ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বিভিন্নভাবে পরীক্ষা করেছে। পরীক্ষার পর আব্বাস ‘উইল্ড সিন্ড্রম’ রোগে আক্রান্ত বেলে মেডিকেল বোর্ড উপনিত হয়েছে।

তিনি আরো বলেন, সিঙ্গাপুরের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ওপর এ সপ্তাহে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে। সোমবার (২ এপ্রিল) ওই দলের প্রধান ডা. সিজেকে আব্বাসকে দেখানো হবে। আশা করি এতে আব্বাসের চিকিৎসা আরো অনেকদূর এগিয়ে যাবে।

**বিরল রোগে আক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।