এ লক্ষ্যে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে শূন্য পদে মেডিকেল টেকনোলজিস্টস নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য তিনি নির্দেশ দেন। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবলের শূন্যতা পূরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
রোববার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএইচটি এবং ম্যাটস’র মানোন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে এখন চিকিৎসক সংকট নেই বললেই চলে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের সংকট সার্বিক চিকিৎসা ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলে। এজন্য এ অপ্রতুলতা দূর করতে দ্রুত শূন্যপদগুলো পূরণ করতে হবে।
এ সময় সরকারি আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি বেসরকারি আইএইচটি ও ম্যাটসগুলোকেও মানোন্নয়নের তাগিদ দেন।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমএএম/জেডএস