ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৮ হাসপাতালটির পলেস্তারা খসে পড়েছে। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। 

বুধবার (১২ জুন) সকালে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার শিশু বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (৫), সদর উপজেলার মনসাদপুর গ্রামের ইমাম উদ্দিন (৫), সোনাপুরের পারুল বেগম (৪৭), সুবর্ণচর উপজেলার রাসেল (১৬), সাদ্দাম (৩৫) ও রাফি (২)।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নম্বর শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে নিচে থাকা শিশু ও রোগীদের গায়ে পড়ে। এতে তিন শিশু ও তাদের স্বজনসহ আটজনের শরীরের বিভিন্ন অংশে কেটে গিয়ে আহত হন।

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বাংলানিউজকে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ওয়ার্ড থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।