ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শত শয্যায় উন্নীত হচ্ছে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
শত শয্যায় উন্নীত হচ্ছে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলে ৫০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শত শয্যায় উন্নীত হতে যাচ্ছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুপুর অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক প্রধান অতিথি থাকবেন।

কৃষিমন্ত্রীর সঙ্গে অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ স্বাস্থ্য বিভাগের সচিব, মহা-পরিচালকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

জানা যায়, মেডিসিন বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, শিশু কনসালটেন্ট, চর্ম কনসালটেন্ট, সার্জারি কনসালটেন্ট, নাক-কান-গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট, চক্ষু, এনেসথেসিয়া, প্যাথলজির সহকারী সার্জনসহ গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের নয়টিই শূন্য। এনেসথেসিয়ার বিপরীতে একজন মেডিকেল অফিসারকে দায়িত্বে রেখে চিকিৎসা সেবা চালানো হচ্ছে। প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, পরিসংখ্যানবিদ, অফিস সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন লোকবল না থাকায় প্রশাসনিক নানা কাজে সমস্যা হচ্ছে। ২৯ চিকিৎসক পদের এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট থাকার পরও ১০০ শয্যার এমন রূপান্তরে মধুপুরের জন সাধারণের মধ্যে বেশ আনন্দ বয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।