ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঝালকাঠিতে ফ্রি চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ঝালকাঠিতে ফ্রি চিকিৎসাসেবা

ঝালকাঠি: ঝালকাঠিতে ইস্পাহানী চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) সকালে ঝালকাঠির পশ্চিম চাদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়েছে।  

ইস্পাহানী চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. ফজলে রাব্বি পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসাসেবা দেন।

এসময় ক্যাম্প ইনচার্জ কাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।  

ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব মাহবুবুর রহমান ও স্থানীয় শহিদুল ইসলাম।

মাহবুবুর রহমান বলেন, চার বছর ধরে এ হাসপাতালের মাধ্যমে এলাকার মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। চিকিৎসা ক্যাম্পে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ফ্রি ওষুধ ও চশমা দেওয়া হয়। আর গুরুতর অসুস্থ রোগীদের স্বল্প খরচে অপারেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।