ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা ভাইরাস নিয়ে খাগড়াছড়িতে অবহিতকরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
করোনা ভাইরাস নিয়ে খাগড়াছড়িতে অবহিতকরণ সভা সভা, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: চীনে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস সম্পর্কে খাগড়াছড়িতে চিকিৎসকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. পূর্ণজীবন চাকমাসহ জেলায় কর্মরত সব চিকিৎসক উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে চিকিৎসকদের আহ্বান জানানো হয়।

এদিকে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য আলাদা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। যেখানে আক্রান্তরা এলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক পূর্ণজীবন চাকমা বলেন, করোনা ভাইরাসটির প্রভাব না আসার সম্ভাবনা থাকলেও আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে রেখেছি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।