ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা ভাইরাস সন্দেহে খুবির শিক্ষার্থী খুমেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
করোনা ভাইরাস সন্দেহে খুবির শিক্ষার্থী খুমেকে ভর্তি ফাইল ছবি

খুলনা: করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে একজনকে ভর্তি করা হয়েছে। তিনি নেপালের নাগরিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার টেকলোজি ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্র।

সোমবার (৮ মার্চ) সকালে ওই শিক্ষার্থীকে খুমেক হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ইউনিটে পাঠানো হয়।

গত তিনদিন আগে তিনি নেপাল থেকে জ্বর ও কাশি নিয়ে দিনাজপুর কাকর ভিটা বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মন্জুর মোর্শেদ বাংলানিউজকে বলেন, যেহেতু ওই শিক্ষার্থী  বাইরের দেশ থেকে এসেছেন। তার জ্বর ও কাশি রয়েছে। এজন্যই তাকে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি করা হয়েছে। তবে তার স্যামপুল পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলেই তিনি করোনা ভাইরাসের রোগী কিনা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০৯ , ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।