ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা সন্দেহে হাতিয়ায় কাতার প্রবাসী যুবক কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনা সন্দেহে হাতিয়ায় কাতার প্রবাসী যুবক কোয়ারেন্টাইনে

নোয়াখালী: করোনা ভাইরাস সন্দেহে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে রাতুল (২২) নামে কাতার প্রবাসী এক যুবককে কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) বিকেলে কাতার থেকে বাংলাদেশে আসেন রাতুল। কাতারে থাকাকালীন দীর্ঘ ১৫ দিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন এ থাকার অনুরোধ করেন। প্রবাসী রাতুল জাহাজমারা ইউনিয়নের আবুল কালামের ছেলে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ ইউছুফ জানান, সকালে রাতুলের ভগ্নিপতি আব্দুর রহিম তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার জ্বর, গলা ব্যাথা, কাশি ও মাথা ব্যাথা এসব উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার ভগ্নিপতি রহিমকেও কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।