ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পপলিনের কাপড়ের তৈরি মাস্ক ব্যবহারের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
পপলিনের কাপড়ের তৈরি মাস্ক ব্যবহারের পরামর্শ

ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাড়ছে মাস্ক ব্যবহার। এ কারণে সংকটও দেখা দিয়েছে মাস্কের। এমন পরিস্থিতে পপলিনের কাপড় দিয়ে দর্জির দোকানে মাস্ক তৈরি করা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, পপলিনের কাপড় দিয়ে তিনটি স্তরবিশিষ্ট এ মাস্ক তৈরি করা যায়। মাস্ক পরার জন্য পপলিনের ফিতা থাকবে।

এই মাস্ক যে কোনো দর্জির দোকানে বানানো যায়। একবার ব্যবহার করে তা সাবান-পানি দিয়ে ধুয়ে ও শুকিয়ে মাস্কটি আবার ব্যবহার করা যাবে।

১৪ দিন স্বেচ্ছা বা হোম কোয়ারেন্টাইন পালন করার সময় মাস্ক ব্যবহারে কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। সেগুলো হলো- বাড়ির অন্য সদস্যদের সঙ্গে একই ঘরে অবস্থান করলে, বিশেষ করে ১ মিটারের মধ্যে আসার সময় অত্যাবশ্যকীয়। প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।  

মাস্ক ব্যবহারকালীন এটি হাত দিয়ে ধরা থেকে বিরত থাকতে হবে। মাস্ক ব্যবহারের সময় প্রদাহের (সর্দি, থুতু, কাশি, বমি ইত্যাদি) সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলতে হবে এবং নতুন মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে এবং সাবান পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে।  

হাত ধোয়া সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না। সাবান-পানি ব্যবহারের পর টিস্যু দিয়ে হাত শুকনো করতে হবে। টিস্যু না থাকলে শুধু হাত মোছার জন্য নির্দিষ্ট তোয়ালে/ গামছা ব্যবহার করতে হবে এবং গামছা ভিজে গেলে তা বদল করতে হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
পিএস/ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।