ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মেহেরপুরে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন ৪৩১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
মেহেরপুরে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন ৪৩১ জন

মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনসহ হোম কোয়ারেন্টিন থেকে ৪৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া জেলাটিতে নতুন হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে ১৯ জনকে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে একজনকে।

বুধবার (০১ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বাংলানিউজকে বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে ১৪ দিন নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিন শেষে করোনার লক্ষণ বা কোনো শারীরিক অবনতি দেখা না দেওয়ায় বুধবার নতুন ৩৮ জনসহ মোট ৪৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্র পাওয়া সবাই সুস্থ  এবং তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।