ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

তাড়াশে মৃত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিলেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, এপ্রিল ১০, ২০২০
তাড়াশে মৃত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিলেন না

সিরাজগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মারা যাওয়া পোশাক শ্রমিকের নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম।  

তিনি বলেন, জ্বর, হাঁচি-কাশি ও গলা ব্যথা উপসর্গ নিয়ে তাড়াশে মারা যাওয়া পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার নমুনা পরীক্ষার পর শুক্রবার সকালে প্রতিবেদন নেগেটিভ এসেছে। এছাড়া করোনা সন্দেহে পরীক্ষার জন্য পাঠানো আরও তিন ব্যক্তির নমুনার প্রতিবেদনও নেগেটিভ এসেছে।  

গত ১ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন মারা যাওয়া পোশাক শ্রমিক। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল। ধীরে ধীরে গলা ব্যথা ও ডায়রিয়াও হয়। গত ৬ এপ্রিল দুপুরে অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে নেওয়ার পথে ওই পোশাক শ্রমিক মারা যান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।