ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

শেবাচিমের পিসিআর ল্যাবে কাজ করতে চান ৪ টেকনোলজিস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, এপ্রিল ১০, ২০২০
শেবাচিমের পিসিআর ল্যাবে কাজ করতে চান ৪ টেকনোলজিস্ট

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে চার মেডিক্যাল টেকনোলজিস্ট। 

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ওই চার টেকনোলজিস্টের লেখা আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সিরাজুল হক, মাহামুদ হাসান নবীন, মিথিলা ফারজানা ও রজনী আক্তারের পাঠানো পৃথক ওই আবেদনে তারা উল্লেখ করেন, তারা বরিশাল বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের সদস্য।

যারা প্রত্যেকে জাতির এ দুরে্যাগময় মুহূর্তে  বঙ্গবন্ধুর আদর্শে দেশের কাজে নিজেদের নিয়োগ করতে চান। তাই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে স্বেচ্ছাসেবক হিসেবে তারাকাজ করতে চান ।  

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে ওই চার টেকনোলজিস্ট জানান, তারা বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাই নিজেরা সেচ্ছায় সেচ্ছাসেবক হিসেবে বরিশাল মেডিকেলের পিসিআর ল্যাবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান। এরইমধ্যে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালক বরাবর দরখাস্ত দিয়েছেন।  

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যদের দরখাস্ত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।