ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জামালপুরে আরও ৩ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
জামালপুরে আরও ৩ জন করোনায় আক্রান্ত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চিসহ তিনজনের শরীরে কোভিড-১৯ এর জীবাণু শনাক্ত হয়েছে। এ তিনজনের মধ্যে একজনের বাড়ী বকশীগঞ্জ ও অপর দুই জনের বাড়ী দেওয়ানগঞ্জ উপজেলায়।

শনিবার (১১ এপ্রিল) বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) জামালপুরের ৭টি উপজেলার সন্দেহভাজন ২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়।

পরীক্ষা শেষে তিন জনের শরীরে করোনা ভাইরাস (কভিড-১৯) এর উপস্থিতি পাওয়া যায়।

এর আগে গত বৃহস্পতিবার আক্রান্ত হন একই হাসপাতালের সিনিয়র নার্স। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার আরও দুইজন মহিলা।

এ পর্যন্ত এই উপজেলায় মোট সাতজনের শরীরে করোনা ভাইরাস (কভিড-১৯) এর লক্ষণ পাওয়া গেল। এর আগে আক্রান্ত চারজনকে জামালপুরের শেখ হাসিনা আইসোলেশন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশংকা মুক্ত।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।