ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে নতুন ২২৪ জন কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
কিশোরগঞ্জে নতুন ২২৪ জন কোয়ারেন্টিনে

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ২২৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে ৪৬৬ জনকে কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন জেলার ভৈরব উপজেলায় পাঁচজন ও কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন।

রোববার (১২ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানান কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি জানান, রোববার ১৪ দিন মেয়াদের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ও সুস্থ থাকায় ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এনিয়ে জেলায় মোট ১ হাজার ৩৮০ জন পেলেন ছাড়পত্র। ছাড়পত্র পাওয়া সবার মধ্যে করোনার প্রাথমিক কোনো লক্ষণ দেখা যায়নি। তারা সবাই সুস্থ।  

এদিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ আক্রান্ত দু’জন রোগী এবং ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে দু’জন রোগী চিকিৎসাধীন। এছাড়াও অন্য ছয়জন তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।  

হাসপাতালে ও বাড়িতে থাকা রোগীদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো আছে বলেও জানান সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।