ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

চলতি সপ্তাহ থেকেই শাবিপ্রবিতে করোনা পরীক্ষা 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, এপ্রিল ১২, ২০২০
চলতি সপ্তাহ থেকেই শাবিপ্রবিতে করোনা পরীক্ষা  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাবিপ্রবি (সিলেট): চলতি সপ্তাহ থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে। 

রোববার (১২ এপ্রিল) শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে চলতি সপ্তাহ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করা যাবে।

তিনি বলেন, আমাদের ল্যাবরেটরিতে করোনা ভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও এক্সপার্ট হ্যান্ড রয়েছে।

‘সিক্সটি সিকিউরিটি লেভেল এনভায়রনমেন্ট’ নিশ্চিত হয়ে গেলে আমাদের দক্ষ জনবল দিয়ে করোনা পরীক্ষা করতে পারবো।

এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নিজেদের সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের সংকটময় অবস্থায় করোনা ভাইরাস 'কোভিড-১৯' রোগের পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।