ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা বিএসএমএমইউয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা: সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা বিএসএমএমইউয়ে

ঢাকা: সাংবাদিকদের কারও করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে সীমিতসংখ্যক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

যদি কোনো সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয়, তারা যদি যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

তথ্যমন্ত্রী বলেন, জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই সব গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।