পাশাপাশি একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৩৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে এখানে নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৭৮৮ জনের।
বিকেলে বিএসএমএমইউ'র সেকশন অফিসার ( জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বেতার ভবনের নিচ তলায় ফিভার ক্লিনিকে গত ২২ এপ্রিল ৩২২ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর আগে গত ২১ এপ্রিল আসা রোগীর সংখ্যা ছিল ৩২১ জন।
এছাড়া বিএসএমএমইউ'র বহির্বিভাগেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের সুবিধার্থে ইতোমধ্যে চালু করা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত 'বিশেষজ্ঞ হেলথ লাইন' সেবাও অব্যাহত রয়েছে।
জানা যায়, গত ২১ মার্চ বিএসএমএমইউ'র বেতার ভবনের নিচতলায় এ ফিভার ক্লিনিক চালু করা হয়। পরে একই ভবনের দ্বিতীয় তলায় গত ১ এপ্রিল থেকে করোনা ভাইরাস ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়। গত ৫ এপ্রিল থেকে 'বিশেষজ্ঞ হেলথ লাইন' লাইন সেবা চালু করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
পিএস/আরবি