রোববার (২৬ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
এতে বলা হয়, করোনা সংকটে সাধারণ রোগীদের কথা চিন্তা করে এই টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে।
এতে আরও জানানো হয়, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ১২ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি টিম এ কার্যক্রমে সেবা দিয়ে যাবে। পুরো কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য শওকত হোসেন খান মনির।
টিমের সদস্যরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. আকবর হোসাইন (ফোন-০১৭১৫ ৩২৭৫৭৬ সময়: সকল ১০ টা - রাত ১০টা), শহীদ সোহরওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডা. তারিকুজ্জামান মিয়া (ফোন: ০১৭১২ ১৭২৬৩৭, সময়: বেলা ১১টা -১টা), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষু বিশেষজ্ঞ ডা. চৌধুরী আনোয়ার হোসেন (ফোন: ০১৭৮৫ ৮৫৭২৬৯, সময়: দুপুর ১২টা-বিকেল ৪টা), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি বিভাগের ডা. পবিত্র কুমার দেবনাথ (ফোন: ০১৭১৮ ৭৪১৪২০, সময়: সকাল ৯ টা -দুপুর ২টা), জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালীর মেডিক্যাল অফিসার ডা. মো. হাবিবুর রহমান (ফোন- ০১৭১৭ ৭৩৪৩৫১, সময়: সকাল ১০টা- ৩টা)।
এছাড়া রয়েছেন- গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসাইন তপন (কার্ডিওলজিস্ট) (ফোন: ০১৭২০ ১৩০০৯২, সময়: সকাল ১০টা- বেলা ৩টা), ক্যাপ্টেন মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল করিম শুভ্র (ফোন: ০১৬১৭ ৪৬৪৬৫১, সময়: দুপুর ২টা - বিকেল ৫টা), শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল অফিসার (গাইনী ও অবস বিভাগ) ইশাত বিনতে রিয়াজ (ফোন: ০১৬৭০৭২৭৮৫৯, সময়: দুপুর ২টা-৪টা), সহকারী অধ্যাপক, (নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ) ডা. মো. জাহিদুল ইসলাম (ফোন: ০১৫৫ ৩৩৬৮৩৬৮, সময়: রাত ৮টা-১০.৩০), ডা. জিহান কবির (ডেন্টিস্ট) (ফোন: ০১৭২৪ ১২৭৫৫৭, সময়: দুপুর ১২টা- রাত ১০ টা), সুনামগঞ্জের দিরাই উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনজুর মোর্শেদ, (শিশু বিভাগ) (ফোন: ০১৭১৫ ২৫৯৩৭৯, সময়: রাত ৮টা-১০টা) এবং প্রান আর এফএল গ্রুপের মেডিক্যাল অফিসার ডা. কাওসাইন জান্নাত (ফোন: ০১৬১১০০০৮৯৩, সময়: সকাল ১০টা-দুপুর ২টা)।
এ কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক নির্দেশনা ও সহযোগিতায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নেতারা থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
পিএস/এবি