নওগাঁ: নওগাঁয় ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৭ জন। তাদের সবাই ঢাকা ও নারায়ণগঞ্জফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রানীনগরে আক্রান্ত নার্সের স্বামী সন্তানসহ পরিবারের ৫ জন। সাপাহারে ৩ জন, মহাদেবপুরে ২ জন। পোরশা ১ জন, মান্দা ২ জন, এবং আত্রাইয়ে ৩ জন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর-রশিদ।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মুর্শেদ জানান, নওগাঁয় প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়।
এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। পরীক্ষায় ওইসবের মধ্য ৫ জনের নমুনা করোনা পজেটিভ বলে জানিয়েছে আইইডিসিআর। এরপর পুরো পরিবারটি লকডাউনে রাখা হয়েছে। এছাড়া করোনা পজেটিভ প্রত্যেকের পরিবার লকডাউন করা হয়েছে।
নওগাঁ থেকে এখন পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্য ১৭ জনের পজেটিভ আছে ও বাকি ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।