বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে সিলেটে ১৬ জন, সুনামগঞ্জে ১২৯ জন, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ৪১ জনকে। এছাড়া সিলেটে ২০, সুনামগঞ্জে ৪৯, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ৭২ জন হোম কোয়ারেন্টিন শেষ করেছেন।
তিনি বলেন, গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে কোয়ারেন্টিনে ছিলেন মোট নয় হাজার ৩৬১ জন। এরমধ্যে ৫ হাজার ৯৯৭ জন ছাড়পত্র পেয়েছেন। এখনও হোম কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ৩৬৪ জন। এরমধ্যে রয়েছেন সিলেটের ২৯৪ জন, সুনামগঞ্জের ১ হাজার ৭৩৩ জন, হবিগঞ্জের ৯৮৪ জন এবং মৌলভীবাজারে ৩৫৩ জন।
এছাড়া এখনও হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ২৮ জন। এর মধ্যে রয়েছেন সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১০ ও মৌলভীবাজারের একজন। আইসোলেশনে আছেন ৬৫ জন। এর মধ্যে সিলেটের ১২, সুনামগঞ্জের ২৭ ও হবিগঞ্জের ২৬ জন।
এছাড়া বিভাগজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। এর মধ্যে রয়েছেন সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ৫২ জন ও মৌলভীবাজারের ১১ জন। এর মধ্যে মারা গেছেন তিন জন আর হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন। এর মধ্যে রয়েছেন সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ১৭ জন ও হবিগঞ্জের ৩২ জন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এনইউ/আরআইএস