দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এই দিন রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত নিয়ন্ত্রণ কক্ষের কোভিড-১৯ হটলাইনের চারটি নম্বর- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের সম্মতি রয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মে ০১, ২০২০
পিএস/এএটি