এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে শুক্রবার (১ মে) সকাল ৮টা থেকে শনিবার (২ মে) সকাল ৮টা পর্যন্ত হটলাইনে যুক্ত হয়ে চিকিৎসা সেবা দিয়েছেন ৪ হাজার ২৮ জন চিকিৎসক।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জনগণকে সন্দেহজনক কোভিড-১৯ সংক্রমণের বিষয় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ অথবা ৩৩৩ অথবা আইইডিসিআরেরর হটলাইনসমূহ (০১৯৪৪৩৩৩২২২, ০১৬৫৫) এবং স্থানীয় হাসপাতালসমূহে কল করে অবহিত করতে অনুরোধ জানানো হয়। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হট লাইনের ১০৬৫৬ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে কল এসেছে ২ হাজার ৭৬৯টি, স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে কল এসেছে ৫১ হাজার ১৩২টি।
এছাড়া ৩৩৩ নম্বরে কল এসেছে ১৮ হাজার ৪১৪ টিসহ মোট কল এসেছে ৭২ হাজার ৩১৪টি। অদ্যবধি এ হটলাইন নম্বরগুলোতে কল এসেছে ৩৮ লাখ ৩৫ হাজার ৩৯১টি।
আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৭৫ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছেন তিনজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।
বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৫৪৩ জন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০২, ২০২০
পিএস/আরবি/