রোববার (৩ মে) এ বিষয়ে কথা হয় বিএসএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, এগুলি আগে থেকেই শৃঙ্খলা বিধিতে আছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আবদুল হান্নান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া বিএসএসএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি না দেওয়ার অনুরোধ করা হচ্ছে।
একইসঙ্গে কোনো টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রেও সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৩, ২০২০
এজেডএস/এএ